প্রকাশিত: Wed, Jan 17, 2024 10:27 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:31 PM

[১]জিএম কাদের সংসদে বিরোধীদলীয় নেতা, আনিসুল উপনেতা ও চুন্নু চিফ হুইপ হচ্ছেন

আসাদুজ্জামান সম্রাট: [২] জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদের, উপনেতা হচ্ছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

[৩] শুক্রবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 

[৪] জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, বেলা ১২টায় নির্বাচন পরবর্তী সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে। জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে,  বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সংসদে অন্য কারো বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

[৫] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে শুক্রবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক বসছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব